ছাত্রী আবাস দখল উপাচার্যের আন্দোলনে টিএমসিপি

তারপর সার্কিট হাউসে থেকে সার্কিট হাউসের অব্যবস্থার অভিযোগ তুলে সংবাদের শিরোনামে এসেছিলেন উপাচার্য রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাস দখল করে বসবাস করছেন রাজ্যপাল কর্তৃক নিয়োজিত উপচার্য রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দিতে এসে প্রথম দিনই তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন আস্থায়ী উপচার্য। এমনকী তাঁর অফিসে ঢুকে তাঁকে কালো পতাকাও দেখিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ।

আরও পড়ুন-শিলিগুড়িতে যানজট রুখতে পুরনিগমের একাধিক উদ্যোগ

তারপর সার্কিট হাউসে থেকে সার্কিট হাউসের অব্যবস্থার অভিযোগ তুলে সংবাদের শিরোনামে এসেছিলেন উপাচার্য রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি সার্কিট হাউস ছেড়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সংরক্ষিত হস্টেলে থাকতে শুরু করেন। বুধবার তৃণমূল ছাত্র পরিষদ সেই হস্টেলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে শামিল হয়। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, উপাচার্য অনৈতিকভাবে ছাত্রীদের হস্টেলে দখল করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টাকায় ফ্রিজ, এসি কিনে বহাল তবিয়তে ছাত্রীদের হস্টেলে দখল করে থাকছেন বলে অভিযোগ টিএমসিপির। টিএমসিপির জেলা সভাপতি সমীর ঘোষ বলেন, ছাত্রীরা যেখানে থাকার সুযোগ পাচ্ছে না, সেখানে বহাল তবিয়তে উপাচার্য থাকছেন। বহু ছাত্রছাত্রী বাইরে থেকে এসে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।

Latest article