গাফিলতিতে সাসপেন্ড হাসপাতাল সুপার

চিকিৎসায় গাফিলতি এবং অযথা রেফার কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : চিকিৎসায় গাফিলতি এবং অযথা রেফার কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবে গাফিলতি প্রমাণ হলে রেয়াত করা হবে না হাসপাতাল সুপার এবং চিকিৎসকদের। এমনও কড়া বার্তা দিয়েছেন তিনি। এবার দায়িত্ব ও কর্তব্যে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন দার্জিলিং জেলা সদর হাসপাতালের সুপার দীনেশ বিশ্বাস এবং দুই চিকিৎসক। প্রসূতি মৃত্যুতে অপসারিত হাসপাতাল সুপার।

আরও পড়ুন-১৮৮ MOU স্বাক্ষর, ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব: জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসূতি মৃত্যুতে সাসপেন্ড ২ ডাক্তারও। দার্জিলিং সদর হাসপাতালে গতকাল প্রসূতি-সদ্যোজাতর মৃত্যু। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। কর্তব্যে গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, চার মাস আগেই দার্জিলিং জেলা সদর হাসপাতাল সুপারের দায়িত্ব নিয়ে যোগদান করেছিলেন ডাক্তার দীনেশ বিশ্বাস। যোগদান করার পর থেকেই তাঁর বিরুদ্ধে খারাপ ব্যাবহার-সহ কাজের গাফিলতির অভিযোগ উঠতে থাকে। দার্জিলিং পাহাড়ের মতো জায়গার হাসপাতালে বেপরোয়া ভাবে কাজ করার অভিযোগও ওঠে সুপারের বিরুদ্ধে। এমনকী জেলা স্বাস্থ্য অধিকর্তা-সহ জিটিএতেও লিখিত অভিযোগ জমা পড়ে হাসপাতাল সুপারের বিরুদ্ধে।

আরও পড়ুন-শিলিগুড়িতে যানজট রুখতে পুরনিগমের একাধিক উদ্যোগ

রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের লোক সহ হাসপাতালের নার্স ও অন্যান্য চিকিৎসকরাও লিখিতভাবে সুপারের বিরুদ্ধে অভিযোগ জানান। জেলা স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার সাবধান করা হয়েছিল সুপারকে। শোকজ করা হয়েছিল একাধিকবার। অবশেষে রাজ্যের নির্দেশেই বুধবার সুপারকে বহিষ্কার করা হয়। জিটিএ-র সভাসদ অরুণ সিংজি জানিয়েছেন, এদিনের জিটিএর সাধারণ সভায় দার্জিলিং জেলা সদর হাসপাতালে সুপারকে বহিষ্কার সহ হাসপাতালের আরও দু’জন মহিলা চিকিৎসককে বহিষ্কার করার জন্য স্বাস্থ্য দফতরে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন-ছাত্রী আবাস দখল উপাচার্যের আন্দোলনে টিএমসিপি

১৬ নভেম্বর সিতা ছেত্রী নামে এক মহিলার দুইবার অপারেশন হয়, তারপর মৃত্যু ঘটে। সেই কারণে ডাক্তার ইউডেন লেপচা ও শশাঙ্ক গুপ্তাকে বহিষ্কারের আবেদন জানানো হয়েছে। এছাড়াও জিটিএ প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিকের অনেক গাফিলতি আছে। তাঁর বিরুদ্ধেও অনেক অভিযোগ উঠেছে। তাই তাঁকে সরানোর আবেদন জানিয়ে অনিত থাপা চিঠি দিয়েছেন।

Latest article