উদয়পুর-কাণ্ড : বাড়তি খরচ করে ২৬১১ নম্বরপ্লেট

রাজস্থানের দর্জি কানহাইয়া লালকে খুন করে পালানোর জন্য দুই আততায়ী ব্যবহার করেছিল একটি মোটরবাইক। এই মোটর বাইকের নম্বর ছিল ২৬১১।

Must read

প্রতিবেদন : রাজস্থানের দর্জি কানহাইয়া লালকে খুন করে পালানোর জন্য দুই আততায়ী ব্যবহার করেছিল একটি মোটরবাইক। এই মোটর বাইকের নম্বর ছিল ২৬১১। উদয়পুর পুলিশ জানিয়েছে, মোটরবাইকের এই বিশেষ নম্বর জোগাড় করতে অতিরিক্ত ৫ হাজার টাকা খরচ করে ছিল রিয়াজ আখতারি নামে এক আততায়ী। মৃত কানাহাইয়া লালের শরীরেও মিলেছে ২৬টি আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তের পর উদয়পুর পুলিশের অনুমান, আইসিস জঙ্গিগোষ্ঠীর কায়দাতেই কানহাইয়াকে খুন করা হয়েছে।

আরও পড়ুন-ইউক্রেনীয় সেনার প্রত্যাঘাতে স্নেক আইল্যান্ডের দখল হারাল রাশিয়া

এই ঘটনার পিছনে ইতিমধ্যেই পাক মদত ও আইসিস জঙ্গিদের হাত থাকার সম্ভাবনা উঠে এসেছে। উদয়পুর-কাণ্ডে আততায়ীদের বিশেষ নম্বরপ্লেট ব্যবহারের পিছনেও বিশেষ মনস্তত্ত্ব কাজ করেছে বলে মত তদন্তকারীদের। ২৬/১১ ভারতের ইতিহাসে এক আতঙ্কের দিন। কারণ এই দিনেই মুম্বইয়ে চলেছিল ছিল ভয়ঙ্কর হামলা। সেই ঘটনার স্মৃতি বজায় রাখতেই কানহাইয়ার দুই খুনি রিয়াজ আখতারি ও ঘোস মহম্মদ তাদের বাইকের নম্বর প্লেটে ২৬১১ নম্বরটি ব্যবহার করেছিল বলে জানা যাচ্ছে। বর্তমানে এই বাইকটি রাজস্থানের ধানমান্ডি থানায় পড়ে আছে। ওই বাইকের সম্পূর্ণ নম্বরটি হল আরজে-২৭ এএস ২৬১১। পুলিশের দাবি এই বিশেষ নম্বরটি পেতে রিয়াজ অতিরিক্ত ৫০০০ টাকা খরচ করেছিল। ২০১৪ সালে বাইকের বিমার মেয়াদ শেষ হয়ে যায়। ২০১৩ সালে রিয়াজ এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাইকটি কিনেছিল। পুলিশের আরও দাবি, ২০১৪ সালে রিয়াজ নেপাল গিয়েছিল। পাকিস্তানের কয়েকজনের সঙ্গে ফোনে সে নিয়মিত কথাও বলত।

Latest article