অনুপম সাহা, দিনহাটা : গতবারে নামমাত্র ভোটে হেরেছিলেন। এবারে প্রবল আত্মবিশ্বাসী দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। সুষ্ঠুভাবে নির্বাচন মিটতেই একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। ফল নিয়ে এতটুকু চিন্তিত নন তিনি। কারণ নির্বাচনের প্রচারেই তিনি দিনহাটার মানুষের সাড়া পেয়েছেন। বিধানসভা নির্বাচনের পর প্রতারক বিজেপিকেও চিনেছে মানুষ। তাই তাঁর জয় কেবল সময়ের অপেক্ষা।
আরও পড়ুন-নতুন বছরেই চালু হবে বালাসন সেতু
উপনির্বাচনের পরদিন রবিবার নিজের বাড়িতে দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বাড়ির সামনে একটি পুকুরে ছিপ ফেলে মাছও ধরেন। সঙ্গে ছিল তাঁর প্রিয় নাতি সায়নজিৎ। ছিপ হাতে খোশমেজাজে তিনি বলেন, ‘আজ অনেকটাই হালকা আছি। তাই মাছ ধরতে এসেছি।’ রাতে আবার দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-উন্নয়ন নিয়ে ম্যারাথন বৈঠক
উল্লেখ্য, গত শনিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.৩৮ শতাংশ। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দিনহাটা কলেজে আগামী ২ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। ভোটগণনায় পোস্টাল ব্যালটের জন্য মোট তিনটি টেবিল এবং ইভিএম গণনার জন্য মোট ২২টি টেবিল থাকছে। প্রতিটি টেবিলে ভোটগণনার জন্য থাকছেন তিনজন।