সংবাদদাতা, দিনহাটা : বুধবার রাজভবনে ৮ মন্ত্রী শপথবাক্য পাঠ করেন। নতুন আট মন্ত্রীর মধ্যে রয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রিয় বিধায়ক মন্ত্রী পদে শপথ নিতেই উল্লাসে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিকেলে দিনহাটা মহকুমার তৃণমূল কংগ্রেসের কার্যালয় সুভাষ ভবনের সামনে সবুজ আবির খেলে অকাল হোলি খেললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চলে মিষ্টি মুখ। উত্তরবঙ্গ থেকে একমাত্র পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিত্ব পেলেন উদয়ন গুহ। এর আগে তাঁর বাবা প্রয়াত কমল গুহ বাম আমলে রাজ্যে কৃষি মন্ত্রী ছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মন্ত্রী পদে শপথ নেওয়ার পর উদয়ন গুহ বলেন, ‘দায়িত্ব আরও বেড়ে গেল। মুখ্যমন্ত্রী আস্থা-ভরসা রেখেছেন, তাঁর এই আস্থা-ভরসার পূর্ণ মর্যাদা দেবার জন্য যা যা করা দরকার আমি করব।’ এবিষয়ে তৃণমূল নেতা বিষু ধর বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রণাম জানাই। দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে (Udayan Guha) পূর্ণ মন্ত্রী করেছেন।’
আরও পড়ুন: রাজভবনে শপথ নিয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন , পার্থ মন্ত্রী হওয়ায় উল্লাস কাঁচরাপাড়ায়