প্রতিবেদন : গত সপ্তাহেই মহারাষ্ট্রে ক্ষমতার পালাবদল ঘটেছে। কিন্তু শিবসেনার উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে শিবিরের মধ্যে দড়ি টানাটানির লড়াই এখনও অব্যাহত। বৃহস্পতিবার থানে পুরসভাও উদ্ধব শিবিরের হাতছাড়া হল। পুরসভার প্রায় সমস্ত শিবসেনা কাউন্সিলরই যোগ দিয়েছেন শিন্ডে শিবিরে।
আরও পড়ুন-মানবাধিকার লঙ্ঘন
থানে পুরসভায় শিবসেনার কাউন্সিলর ছিলেন ৬৭ জন। যার মধ্যে ৬৬ জনই এদিন শিন্ডে গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এ ঘটনায় স্বাভাবিকভাবেই থানে পুরসভার দখল হারাল উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, থানে থেকেই একসময় রাজনৈতিক নেতা হিসেবে উঠে এসেছিলেন অটোচালক শিন্ডে। আটের দশকে বালাসাহেবের দলে যোগ দিয়ে প্রথমবার থানে পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। পরবর্তীকালে ওই এলাকা থেকে চারবার বিধায়ক হয়েছেন। থানে পুরসভার দখলের মাধ্যমে মহারাষ্ট্রের স্থানীয় রাজনীতিতেও শিন্ডে শিবির নিজেদের দখল কায়েমের কাজ শুরু করল।
অন্যদিকে, সংসদীয় দলে ভাঙনের ইঙ্গিত পেয়েই তড়িঘড়ি সংসদীয় দলের নেতৃত্ব বদল করলেন উদ্ধব। লোকসভায় দলের মুখ্য সচেতক ভাবনা গাওলিকে সরিয়ে দিয়েছেন তিনি। তাঁর জায়গায় লোকসভায় মুখ্য সচেতকের দায়িত্ব দিয়েছেন রাজন বিচারেকে। রাজ্য রাজনীতিতে রাজন শিন্ডে বিরোধী হিসেবে পরিচিত এবং থানের সাংসদ।