প্রতিবেদন: পাক-অধিকৃত কাশ্মীর সফরে গিয়েছিলেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট (Jane Marriott)। এই সফর নিয়ে এবার তীব্র অসন্তোষ জানাল ভারত। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই সফর ভারতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপের সমান এবং তা আপত্তিকর। ভারতের বিদেশ সচিব বিনয় কাটরা এই বিষয়ে ক্ষোভ জানিয়েছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে। গত ১০ ডিসেম্বর পাক-অধিকৃত মিরপুর সফরে গিয়েছিলেন পাকিস্তানের ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট। সেখানে গিয়ে তিনি কয়েকজন ব্যবসায়ী এবং ছোটদের একটি ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নিজের এক্স হ্যান্ডলে ম্যারিয়ট (Jane Marriott) লেখেন, পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ৭০ শতাংশই মিরপুরের বাসিন্দা। সেখানকার আতিথেয়তা চমৎকার ছিল। ম্যরিয়টের এই সফর প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক বলেছস, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। ইসলামাবাদের ব্রিটিশ রাষ্ট্রদূত এবং দূতাবাসের আধিকারিকদের পাক অধিকৃত কাশ্মীরে যাওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং এই বিষয়ে তীব্র আপত্তি জানাচ্ছে। ভারতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় কোনওরকম হস্তক্ষেপ সমর্থনযোগ্য নয়।
আরও পড়ুন- ডিমা হাসাও নির্বাচন: বেশি ভোট তৃণমূলের! বাংলায় কংগ্রেসের আসন ভাগ নিয়ে কটাক্ষ অভিষেকের