ডিমা হাসাও নির্বাচন: বেশি ভোট তৃণমূলের! বাংলায় কংগ্রেসের আসন ভাগ নিয়ে কটাক্ষ অভিষেকের   

Must read

প্রথমবার ডিমা হাসাও স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস (NCHAC Vote)। তাও এই নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। অসমে প্রধান বিরোধী দল হয়েও একী বেহাল দশা কংগ্রেসের! কংগ্রেসের চেয়ে তৃণমূল বেশি ভোট পাওয়ায় হাত শিবিরকে কটাক্ষ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডিমা হাসাও ভোটে ১২.৪০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস (NCHAC Vote)। কংগ্রেস ভোট পেয়েছে মাত্র ৮.৮৭ শতাংশ। এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, প্রথমবার এনসিএইচএসি নির্বাচনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও অসমে প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়ে বেশি ভোট পেয়েছে।“ একইসঙ্গে ইন্ডিয়া জোটের বাংলায় কংগ্রেসের আসন ভাগ নিয়েও হাত শিবিরকে কটাক্ষ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লিখেছেন, “প্রধান বিরোধী দল হয়েও যারা নিজেদের একসময়কার ঘাঁটিতে জিততে পারে না – জমি ধরে রাখতে পারে না তারা আশা করে আসন ভাগাভাগির ক্ষেত্রে বাংলায় তাদের তথাকথিত তারকাদের জন্য পছন্দ মতো আসন পাবে বা তাদের ছাড়া হবে!”

কংগ্রেস নেতৃত্ব লোকসভা নির্বাচনে বাংলা থেকে একাধিক আসন আশা করে তৃণমূলের থেকে। কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে একাই বাংলায় বিজেপিকে রুখে দিতে সক্ষম আর সেটা প্রমানিত, সেখানে কংগ্রেসের এই উচ্চাশা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। বিশেষ করে অসমের এই নির্বাচনি ফলাফলের পর তো আরও বেশি করে এই প্রশ্ন ও চর্চা আরও জোরদার হবে। কী বলবে এবার কংগ্রেস নেতৃত্ব?

আরও পড়ুন- তৃণমূলনেত্রীর প্রস্তাবেই সায়, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হলেন খাড়্গে

Latest article