যুদ্ধ জয় করতেই কি দেশে গাঁজা সেবন বৈধ করল ইউক্রেন?

Must read

টানা ২২ মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রুশ সেনাবাহিনীর হামলায় জেরবার ইউক্রেন। তা সত্ত্বেও লড়াই থামাতে নারাজ ইউক্রেনীয় সেনা। দিন কয়েক আগে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, আরও ৫ লক্ষ নাগরিককে সেনাবাহিনীতে যুক্ত করতে পারলেই যুদ্ধ জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই প্রস্তাব এখনই সমর্থন করতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ ইউক্রেনের বেশিরভাগ নাগরিকই পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। এটি একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা। এর জেরেই এবার গাঁজা (Marijuana- Ukraine) সেবন বৈধ করলে জেলনস্কির দেশ।

যুদ্ধ বা যুদ্ধের মতো কোনও ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ করলে বা অনুভব করলে মানুষের মনে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এই রোগ হয়। নাগরিকদের ট্রমার উপসর্গগুলির নিরাময়ে গাঁজা (Marijuana- Ukraine) সেবন করলেই কাজে দিতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের সাংসদরা। যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে মূলত পিটিএসডি রুখতেই এই পদক্ষেপ করল ইউক্রেন সংসদ। ইউক্রেনের সংসদে এই গাঁজা সেবন বিষয়ক একটি খসড়া বিল পেশ করেছিলেন প্রধানমন্ত্রী ডেনিস সিমহাল। ৪০১ জনের মধ্যে ২৪৮ সাংসদই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলটি এখন পাশ হলেও, নতুন আইন কার্যকর হতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে।

আরও পড়ুন- সাংসদদের সাসপেনশন নিয়ে যন্তরমন্তরে প্রতিবাদ ইন্ডিয়া’র, গণতন্ত্রকে বাঁচাতে লড়াই চলবে, বার্তা বিরোধীদের

শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে থেকে যাওয়া নাগরিকদেরই নয়, প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে গিয়েছেন যে সকল শরণার্থীরা, তারাও মানসিক স্বাস্থ্যগত ক্ষতির মুখে পড়েছেন। রাষ্ট্রপুঞ্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় মহিলা শরণার্থীদের ৬০ শতাংশেরও বেশি গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন।

Latest article