প্রতিবেদন : মারিউপোলের পতন হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন ইতিমধ্যেই বন্দর শহরটিকে স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছেন, তবু দমছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, দেশের পূর্বাঞ্চলে রুশ সেনার সাম্প্রতিক সাফল্য অস্থায়ী। আমরা প্রত্যাঘাত করব। হানাদারদের সীমান্তের ওপারে চলে যেতে বাধ্য করব। বিবিসি জানিয়েছে, মারিউপোলে এখনও ইউক্রেনের (Ukraine) সেনা শেষ প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও একের পর এক গুরুত্বপূর্ণ এলাকা পুতিনের দখলে চলে যাচ্ছে, একথা স্বীকার করে নিয়েছেন জেলেনস্কির চিফ অফ স্টাফের সহকারী। তিনি জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সেনারা ৪২টি গ্রাম দখলে নিয়েছে। এরই মধ্যে আরেকটি খারাপ খবর। ইউক্রেন জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের একটি সামরিক বিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের দক্ষিণ দিকের শহর জাপোরিঝিয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি। অনেকে হতাহত হয়েছেন বলেও খবর। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি এএন-২৬ মডেলের। ইউক্রেনের বিমান বাহিনী সামরিক সরঞ্জাম পরিবহণের কাজে বিমানটি ব্যবহার করত। ইউক্রেন (Ukraine) দুর্ঘটনা বললেও রাশিয়ার দাবি তারাই মিসাইল দেগে ধ্বংস করেছে ওই বিমানটি। শুক্রবারও ইউক্রেনের উপর আগ্রাসী আক্রমণের দোষে দুষ্ট রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে শাস্তির মুখে পড়েছে। আঞ্চলিক কূটনীতির জন্য প্রসিদ্ধ বিশ্বের প্রাচীনতম ফোরাম দ্য অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস (ওএএস) রাশিয়াকে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে। বলা হয়েছে, রাশিয়া সভ্যতার পরিপন্থী আচরণ বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।