আইএসের সিরিয়াল বোমা, আফগানিস্তানে নিহত ৩১

Must read

প্রতিবেদন : আফগানিস্তান জুড়ে একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত আরও ১০২। শুক্রবার বিবিসি জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে আইএস। আফগানিস্তানের (Afghanistan) মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদে বৃহস্পতিবার প্রথম বোমাটি ফাটে। এরপর কুন্দুজে একটি পুলিশ স্টেশনের কাছে দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বোমাটির তীব্রতায় একটি পুলিশগাড়ি শূন্যে উড়ে যায়। পরে নানগরহার প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা মাইনে তালিবানদেরও একটি গাড়ি উড়ে যায়। তালিবানরা আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখল করার পর দাবি করেছেন, ইসলামিক স্টেটের জঙ্গিদের তারা নির্মূল করে দিয়েছে। যদিও এই ভয়াবহ সিরিয়াল বিস্ফোরণে প্রমাণিত, আইএস এখনও সক্রিয়। জঙ্গিদের দাবি, এই হামলাটি আইএসের সব নেতা ও মুখপাত্রের মৃত্যুর বদলা নেওয়ার চলমান প্রক্রিয়ারই ট্রেলার মাত্র। সারা বিশ্ব জুড়ে এমন ঘটনা এবার ঘটবে।

Latest article