বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি : আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল গোটা ক্রিকেট মহল। নিলাম চলাকালীন সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সঞ্চালক হিউ এডমিডেস! সম্পূর্ণ অপ্রত্যাশিত এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সবাই। যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-প্রথম ম্যাচেই হার মিতালিদের
পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, এডমিডেস ভাল আছেন। তাঁর উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়েছিল। তবে এখন অনেকটাই সুস্থ। তবে প্রথম দিনের নিলামে তিনি আর অংশ নেবেন না। তাঁর পরিবর্তে সঞ্চালকের ভূমিকা পালন করবেন চারু শর্মা।
এই ঘটনার সূত্রপাত নিলাম শুরু হওয়ার ঘণ্টা দুয়েক পর। সেই সময় শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের মধ্যে রীতিমতো দড়ি টানাটানি চলছিল। সেই লড়াইয়ে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।
আরও পড়ুন-ঈশান-চাহারই সব থেকে দামি
ফলে হাসারাঙ্গার দর উঠে গিয়েছিল ১০ কোটিরও বেশি! সেই সময় সবাইকে চমকে দিয়ে নিলামের মঞ্চ থেকে মাটিতে লুটিয়ে পড়েন এডমিডেস। প্রসঙ্গত, পেশাদার জীবনে আড়াই হাজারেরও বেশি নিলাম সঞ্চালনা করেছেন এডমিডেস। ২০১৮ সালে জয়পুরে আয়োজিত আইপিএল নিলাম সুনামের সঙ্গে পরিচালনা করেছিলেন তিনি।