বন্যার কবলে

ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলসে বন্যা মারাত্মক চেহারা নিয়েছে অধিকাংশ ঘরবাড়ি জলের তলায়। রাস্তাঘাটও সম্পূর্ণ জলমগ্ন।

Must read

ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলসে বন্যা মারাত্মক চেহারা নিয়েছে অধিকাংশ ঘরবাড়ি জলের তলায়। রাস্তাঘাটও সম্পূর্ণ জলমগ্ন। প্রাণ বাঁচাতে বেশ কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। বন্যায় সিডনির পরিস্থিতিও ঘোরালো হয়ে উঠেছে। সোমবার রাতেই সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছেন। উদ্ধারকাজের জন্য সিডনিতে মোতায়েন করা হয়েছে সেনা।

আরও পড়ুন-কেন্দ্র–ট্যুইটার সংঘাত তুঙ্গে

জলস্তর ক্রমশ বাড়তে থাকায় নিউ সাউথ ওয়েলসে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর প্রক্রিয়া চলছে। একটানা অতিভারী বর্ষণ ও প্রবল ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই ২০ হাজারেরও বেশি বাড়ির বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিউ সাউথ ওয়েলসের বেশিরভাগ এলাকায় দুর্যোগ ঘোষণা সরকারের।

Latest article