আদালত চত্বরেই এলোপাথাড়ি গুলি, পুলিশি ঘেরাটোপে খুন

Must read

প্রতিবেদন : এ যেন গ্যাংস্টার- রাজনীতিক আতিক আহমেদ খুনের পুনরাবৃত্তি। তবে উত্তরপ্রদেশের পরিবর্তে এবার বিহার (Bihar- Court)। গ্যাংস্টার ছোটে সরকারকে জেল থেকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। আচমকাই সেখানে হাজির দুষ্কৃতী দল। পুলিশের সামনেই চলল এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হল গ্যাংস্টারের। শুক্রবার দুপুরে রোমহর্ষক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar- Court) পাটনা আদালত চত্বরে।
এদিন বিহারের বেউড়ের একটি জেল থেকে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক কুমার ওরফে ছোটে সরকারকে পাটনা আদালত আনছিল পুলিশ। ওই গ্যাংস্টারকে নিয়ে পুলিশ আদালত চত্বরে পৌঁছতেই হঠাৎ হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশের সামনেই এলোপাথাড়ি গুলি চালায় ওই গ্যাংস্টারকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটে সরকারের। দুই আততায়ীকে ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে চারটি বুলেট উদ্ধার হয়েছে। ঠিক কী কারণে এই হামলা এখনও জানা যায়নি। হামলাকারীদের সঙ্গে গ্যাংস্টারের পূর্বশত্রুতা আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশে গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদকে এভাবেই প্রকাশ্যে গুলি করে মারে দুষ্কৃতীরা। একইসঙ্গে মৃত্যু হয় তাঁর ভাইয়েরও। চারপাশে কড়া পুলিশি নজরদারির মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছিলেন দুই ‘গ্যাংস্টার’। ঠিক তখনই তাঁদের মাথা লক্ষ্য করে চলে পরপর গুলি। পাটনাতে এবার ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

আরও পড়ুন- ‍গণতন্ত্রে বিচারকদের আরও সাহসী হতে হবে, অবসরের আগে বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতি কাউলের

Latest article