সংবাদদাতা, তমলুক : তমলুকে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিল থেকে ন্যক্কারজনক ভাবে আক্রমণ করা হয় চাকরিহারা আন্দোলনকারীদের উপর। গদ্দার অধিকারীর উপস্থিতিতেই এই আক্রমণ চলে বলে অভিযোগ তৃণমূল-সহ চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন দিতে যাওয়ার সময়ই শনিবার ঘটে এই ধুন্ধুমার কাণ্ড। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
তমলুকের হাসপাতাল মোড়ের এই ঘটনায় তৃণমূলের শিক্ষক সংগঠন এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। সামাল দিতে র্যাফ নামানো হয়। প্রকৃত ঘটনা জানতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন-১০০ দিনের কাজে সবংয়ের মাদুরশিল্পীরা কেন্দ্রের টাকা থেকে বঞ্চিত, পাশে মুখ্যমন্ত্রী
শনিবার তমলুকের নিমতৌড়িতে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তমলুকের রাজ ময়দান থেকে বেরোনো বিজেপির পদযাত্রায় ছিলেন প্রার্থী ছাড়াও গদ্দার অধিকারী, দলের মুখপাত্র শমিক লাহিড়ী-সহ বিজেপি নেতারা। তমলুকের হাসপাতাল মোড়ে চলছিল তৃণমূলের শিক্ষক সংগঠনের ব্যানারে চাকরিহারা শিক্ষকদের ধরনা কর্মসূচি। বিজেপির পদযাত্রা হাসপাতাল মোড়ে এসে পৌঁছলে সেখানেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূলের শিক্ষক সংগঠন থেকে স্লোগান দেওয়া শুরু হয়। তখনই বিজেপির মিছিল থেকে কর্মীরা এগিয়ে এসে চাকরিহারা ধরনাকারীদের ওপর আক্রমণ চালায়। চেয়ার ছোঁড়াছুড়ির পাশাপাশি হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন। মুহূর্তের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে দুপক্ষকে সামলানোর চেষ্টা করে। ঘটনাস্থলে নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। স্লোগান-পাল্টা স্লোগানের মধ্য দিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের শিক্ষক সংগঠনের দাবি, তাদের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। জুতো দেখানো হয়েছে চাকরিহারা শিক্ষকদের। তৃণমূলের শিক্ষক সংগঠনের কয়েকজন শিক্ষক আহত হয়ে তমলুক মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সংগঠনের দাবি, বিজেপির মিছিল থেকে আন্দোলনকারীদের উপর ইট ছোঁড়ার ফলেই এই কাণ্ড ঘটে গদ্দার অধিকারীর উস্কানিতেই।