সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে ৩৩৯ নিয়োগ

Must read

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (২)-এর (CDS II) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – ১১/২০২২ সিডিএস-২, ১৮.০৫.২০২২।
শূন্যপদ : মোট ৩৩৯টি পদের জন্য নেওয়া হবে, এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১০০, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ২২, এয়ারফোর্স অ্যাকাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (পুরুষ) ১৬৯, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে(মহিলা) ১৬টি পদে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
১. ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার ট্রেনিং অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে।
২. ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক যোগ্যতা লাগবে।
৩. এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক সহ যে কোনও শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে। স্নাতক স্তরে শেষ বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: মস্তিষ্কের কেরামতি ডেজা ভিউ

বয়সসীমা : ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ (২ জুলাই ১৯৯৯ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ (২ জুলাই, ১৯৯৯ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে) এয়ারফোর্স অ্যাকাডেমি – ২০ থেকে ২৪ (২ জুলাই, ১৯৯৯ – ১ জুলাই, ২০০৩)
অফিসার ট্রেনিং অ্যাকাডেমি (পুরুষ) – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৪ (২ জুলাই ১৯৯৮ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি (মহিলা)- অবিবাহিত মহিলা, ১৮ থেকে ২৪ (২ জুলাই ১৯৯৮ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে)
আবেদন : অনলাইনে আবেদন করতে হবে, আবেদন করার শেষ তারিখ ৭ জুন ২০২২। শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুবিধা রয়েছে। আবেদন ফি লাগবে ২০০ টাকা (এসসি/এসটি প্রার্থীর লাগবে না)। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.upsc.gov.in (Union Public Service Commission) ওয়েবসাইট থেকে জানা যাবে।

Latest article