প্রতিবেদন : অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মহম্মদ জুবেরকে (Mohammed Zubair) গ্রেফতার করা নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের (UN Secretary General Antonio Guterres) মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, সাংবাদিকদের অধিকার রয়েছে স্বাধীনভাবে মত প্রকাশের। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যাতে স্বাধীনভাবে তাঁদের মতামত প্রকাশ করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাঁদের কোনওভাবেই হেনস্তা করা যায় না।
আরও পড়ুন: জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি শ্রীলঙ্কায়
উল্লেখ্য, সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা, উসকানিমূলক মন্তব্যের মতো একাধিক অভিযোগে পুলিশ জুবেরকে (Mohammed Zubair) গ্রেফতার করে। একটি ঘটনার জন্য দিল্লি পুলিশ জুবেরকে ডেকে পাঠায়। তার পরে অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন মানতে হয় দিল্লি পুলিশ তার কিছুই মানেনি বলে অভিযোগ। দু’দিন আগে জুবেরকে গ্রেফতার করার পর দেশের বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। এডিটর্স গিল্ডও এই গ্রেফতারির কড়া নিন্দা করেছে। এবার নিন্দা করল রাষ্ট্রসংঘ।
আরও পড়ুন: ইউক্রেনের সেভারদোনেৎস্ক শহর রুশ সেনার দখলে
মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেছেন, কোনও সাংবাদিক কিছু লিখলে বা ট্যুইট করে কোনও মতামত প্রকাশ করলে তার জন্য তাঁকে গ্রেফতার করা যায় না। একজন সাংবাদিক বা সংবাদমাধ্যমের কর্মী যাতে স্বাধীনভাবে তাঁর মতামত প্রকাশ করতে পারেন সে বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। গ্রেফতারির নিন্দার পাশাপাশি অবিলম্বে জুবেরের মুক্তির দাবি জানিয়েছেন দুজারিক। এর আগে রাষ্ট্রসংঘ সমাজকর্মী তিস্তা শীতলাবাদের গ্রেফতারির নিন্দা করেছিল।