ইউক্রেনের সেভারদোনেৎস্ক শহর রুশ সেনার দখলে

কেউ পার পাবে না, হুমকি জেলেনস্কির

Must read

প্রতিবেদন : শেষ পর্যন্ত পূর্ব ইউক্রেনের সেভারদোনেৎস্ক (Severodonetsk-Ukraine) শহরটি দখল করে নিল রুশ সেনা। কৌশলগত দিক থেকে এই শহরটির দখল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি বাহিনীকে হঠিয়ে দিয়ে পূর্ব ইউক্রেনের সেভারদোনেৎস্ক (Severodonetsk-Ukraine) শহর দখল করেছে পুতিন বাহিনী। যদিও কিয়েভের দাবি, শহরটি পুনর্দখল করতে তারা লড়াই চালাচ্ছে। উল্লেখ্য, মে মাসে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিওপোল দখল করেছিল রুশ বাহিনী। সেভারদোনেৎস্ক শহরের মেয়র ওলেকসান্দ্র জানিয়েছেন, এই মুহূর্তে শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে রুশ সেনা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (President Volodymyr Zelenskyy) এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, রাশিয়া যে সমস্ত শহর দখল করে নিয়েছে সেগুলি ইউক্রেনীয় সেনা পুনরুদ্ধার করবে। তবে এই লড়াই আর কতদিন চলবে তা জানি না। আর কত আঘাত, বলিদান ও ক্ষয়ক্ষতির পর জয় দেখতে পাব সেটাও বুঝতে পারছি না।

আরও পড়ুন: অন্তঃকর্ণ প্রতিস্থাপন ১০০ শিশুর

চার মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করার পর সম্পূর্ণ ইউক্রেন জয় অধরা ক্রেমলিনের। জয় হাসিল করতে চরম মানবাধিকার লঙ্ঘন করে সাধারণ মানুষের আবাসন, এমনকী, স্কুলের উপরের হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। রবিবার কিয়েভে কিন্ডারগার্টেন স্কুলের কাছেই একটি আবাসনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এই হামলার পরই প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষেপণাস্ত্র, বোমা ফেলা রুশ পাইলটদের সকলকেই খুঁজে বের করা হবে। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধী পাইলটরা কেউ পার পাবেন না। নিরীহ মানুষের বাসভবনের উপর মিসাইল হামলা চালানোকে যুদ্ধাপরাধ বলেও জানিয়েছেন জেলেনস্কি।

Latest article