একতাই শক্তি, বার্তা শাহরুখের

Must read

প্রতিবেদন : ‘একতাই বল। একজোট হয়ে দলকে যদি লক্ষ্যে পৌঁছে দিতে না পারো, তাহলে দলের মধ্যে তৈরি হবে বিভেদ।’ দশবছর আইপিএল ট্রফি না জেতা কলকাতা নাইট রাইডার্সের কাছে এটাই ছিল সঞ্জীবনী মন্ত্র! গৌতম গম্ভীরের যে মন্ত্র অক্ষরে অক্ষরে জপে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ক্রিকেটাররা। ফাঁস করলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং।
টি-২০ বিশ্বকাপ এবং দেশে সাধারণ নির্বাচনের জন্য ঘরের মাঠে আইপিএল জয়ের সেলিব্রেশন করতে পারেনি কেকেআর। ক্রিকেটারাও যে যাঁর দেশে পাড়ি দিয়েছেন। কিন্তু শাহরুখ (Shah Rukh Khan) কেকেআরের ক্রিকেটারদের খেতাব জয়ের আনন্দ যেন জিইয়ে রাখার দায়িত্ব নিয়েছেন। তাই টুর্নামেন্টে সেরা হওয়ার দুদিন পরেও ক্রিকেটারদের নাচ না থামানোর আর্জি জানালেন তিনি। বুধবার এক্স হ্যান্ডেলে নাইটদের উদ্দেশ্যে কেকেআরের মালিক লিখেছেন, “আমার চ্যাম্পিয়ন ছেলেরা, যারা অন্ধকার থেকে দলকে আলোর পথ দেখিয়েছে। আমরা একা কিছু করতে পারব না। এটা বাস্তব। কিন্তু আমরা জোট বেঁধে অনেক কঠিন কাজ সামলে দিতে পারি। কেকেআর এবার সেটাই করে দেখিয়েছে।”

আরও পড়ুন- ভারতে তাপপ্রবাহ বেড়েছে ৪৫ গুণ, জলবায়ু বদল নিয়ে উদ্বেগের রিপোর্ট

মেন্টর গম্ভীর, কোচ চন্দ্রকাম্ত পন্ডিত, বোলিং কোচ ভরত অরুণ-সহ সব সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞতা জানিয়ে বাদশা বলেছেন, “দলটার ভিত্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, যা সম্পূর্ণ নিখাদ। যেখানে একনায়কত্বের কোনও জায়গা নেই। গম্ভীর বলেছিল, সাফল্য আনতে চাই দলের সবার মিলিত সমর্থন। না হলে দলের মধ্যে বিভাজনের দেখা মিলবে। প্রত্যেক ক্রিকেটার ওর সেই কথা মনে রেখেছিল।” শাহরুখ যোগ করেছেন, “দলের জন্য আমরা যে এক হয়ে লড়েছি, ট্রফিটা তার প্রমাণ। ছেলেরা, তোমরা কিন্তু নাচ থামিও না। সমর্থকদেরও ধন্যবাদ। কঠিন সময়ের পরেই আনন্দ আসে। করব…লড়ব…জিতব… সবসময়।”

Latest article