একতাই মূলমন্ত্র, সংহতি দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ড. ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন ছিল আজ ৬ ডিসেম্বর, শুক্রবার। এই দিনটিকে সংহতি দিবস হিসাবে পালন করা হয়। এই বিশেষ দিনে সবাইকে নিয়ে আরও বেশি করে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তাঁর সোশ্যাল মিডিয়া পেজে লেখেন, একতাই হোক আমাদের মূলমন্ত্র। সরল অন্তরে সরল প্রীতির ভরে সবে মিলি পরস্পরে। এই বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন ব্লকে ব্লকে কর্মসূচি নেওয়া হয়েছে দলের তরফে। বিধানসভার শীতকালীন অধিবেশনের ৬ ডিসেম্বর, শুক্রবার বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় লাইভ আত্মঘাতী স্কুলশিক্ষিকা

Latest article