সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ওপর নজরদারি ও বেআইনিভাবে সংবিধানের মৌলিক অধিকারকে খণ্ডন করে ফোনে আড়িপাতা হয়েছে, তারই প্রতিবাদে সোচ্চার বাংলার ছাত্রসমাজ।
আরও পড়ুন: লোকসভাতেও ‘খেলা হবে’ স্লোগান, বিজেপির কুৎসা উড়িয়ে ১০০% বিরোধী ঐক্য
বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে ও নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের (রানাঘাট সাংগঠনিক) উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ও সুপ্রিয় চন্দ, হরিণঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক নীলিমা নাগ-সহ আরও অনেকে। করোনা-প্রটোকল মেনেই এই প্রতিবাদ সভায় আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ জেলা নেতৃত্ব।