রাজ্যে নতুন করে বাড়ল করোনা বিধিনিষেধের সময়সীমা। নবান্নের তরফে ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত । তবে শর্তসাপেক্ষে কোচিং সেন্টারগুলি খোলার ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি শ্যামাপ্রসাদ, ২০ লক্ষ টাকা সহ গ্রেফতার ঘনিষ্ঠ সহচর
পূর্ববর্তী বিধিনিষেধের সময়সীমা ছিল এই মাসের শেষ দিন পর্যন্ত। তবে এইবারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে কোচিং সেন্টার খোলার বিষয়ে। তবে সেক্ষেত্রেও কিছু নির্দেশিকা মেনে চলতে হবে । মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চালু করা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। সামাজিক দূরত্ব বিধি, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।
তবে এবারও লোকাল ট্রেন চালানোর বিষয়ে কিছু বলা হয়নি। ফলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকছে বলেই ধরে নেওয়া যায়। তবে পূর্বের সকল নিয়ম একই থাকছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কেবলমাত্র কোচিং সেন্টারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।