প্রতিবেদন: সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট করলেন নাগাল্যান্ডের (Nagaland) ভোটারদের একাংশ। প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যের ৬ জেলায়। নাগাল্যান্ডের ১৬টি জেলা মিলিয়ে একটিই লোকসভা আসন। এরই ৬টি জেলায় ভোট বয়কট করে প্রতিবাদের রাস্তায় হাঁটল জনগণ। কমিশনের মতে, এই ঘটনা নজিরবিহআরও পড়ুন-বেঙ্গালুরুর পার্কে মেয়ের হত্যাকারীর মৃত্যু মায়ের হাতে
নাগাল্যান্ডের পূর্ব প্রান্তের ছয় জেলার মানুষ বহুদিন ধরেই পৃথক প্রশাসন, বাজেট এবং স্বশাসনের দাবি জানিয়ে আসছেন। ভোট এসে গেলেও তাঁদের কোনও কথাই রাখা হয়নি বলে অভিযোগ। যার প্রতিবাদেই ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন নাম এক সংগঠন ভোট বয়কটের ডাক দেয়। রাজ্যের ২০ বিধায়ককে নিয়ে গোপন বৈঠকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
ভোট বয়কটের জেরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জনপ্রতিনিধিত্ব আইনে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে খবর। নির্বাচন কমিশনের অভিযোগ, ওই সংগঠন মানুষকে ভোটদানে বাধা দিয়েছে। আর সেকারণেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।