ব্যুরো রিপোর্ট : বামেদের ডাকা বন্ধে জেলায় জেলায় অশান্তি। একাধিক রেল স্টেশনে অবরোধ করে জনজীবন ব্যাহত করার চেষ্টা করে বামেরা। বিপাকে পড়েন যাত্রীরা। কোচবিহারে ভাঙচুর করা হয় সরকারি বাস। ইট ছোঁড়া হয় বাসটিতে বলে অভিযোগ ওঠে বাম সমর্থকদের বিরুদ্ধে। যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আরও পড়ুন-কর্মনাশা বন্ধে অংশ নিল না পাহাড় থেকে সমতল, স্বাভাবিক চা-বলয়
কেন্দ্রের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে বামেদের বন্ধের রাজনীতির জেরে নাকাল হন সাধারণ মানুষ। যদিও বন্ধের ফলে যাতে জনজীবন কোনওভাবেই ব্যাহত না হয় সেদিকে নজর রাখে রাজ্য প্রশাসন। তার সত্ত্বেও ব্যর্থ বন্ধকে জোর করে প্রমাণ করতে রাজ্য জুড়ে উঠে আসে অশান্তির ছবি। সকালে কলকাতার যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান বামকর্মী- সমর্থকেরা। স্টেশনে রেললাইনে বসে বন্ধের নামে একপ্রকার তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। যার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় রেল পরিষেবা। স্টেশনে বাড়তে থাকে ভিড়। একই ছবি দেখা যায় হাওড়ার ডোমজুড়, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া স্টেশনেও। অফিস টাইমে বামেদের এই দৌরাত্ম্যের ফলে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বিভিন্ন জেলায় বলপূর্বক দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগও ওঠে বামেদের বিরুদ্ধে।