প্রতিবেদন : উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর জমানায় ইউজিসির নিয়ম মেনে সহযোগী অধ্যাপকের পদে নিয়োগ হয়নি। এমনই অভিযোগ করল বিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সম্প্রতি বিশ্বভারতীর রেজিস্টারকে কেন্দ্রীয় সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের তরফে ডিরেক্টর জেনারেল অফ অডিটের লেখা চিঠি ও রিপোর্ট প্রকাশ্যে এসেছে। গত বছর এই চিঠি পাঠানো হয়েছিল।
আরও পড়ুন-চাপে পড়ে চোপড়া যাচ্ছেন রাজ্যপাল
তাতে বলা হয়েছে, কয়েক বছর আগে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে একজন যোগ দিয়েছিলেন। তাঁকে ইউজিসির নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। ইউজিসির নিয়ম বলছে, সহকারী অধ্যাপক পদে নিয়োগ করতে গেলে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা দরকার। কিন্তু ওই অধ্যাপকের সেই অভিজ্ঞতা ছিল না এমনকী তিনি বয়সসীমাও অতিক্রম করে গিয়েছিলেন। ইউজিসির অভিযোগ, এর ফলে একজন যোগ্য আবেদনকারী বঞ্চিত হয়েছেন। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।