হিডকোর এমডি সঞ্জয় বনসল

হিডকোর (HIDCO) এমডি হলেন সঞ্জয় বনসল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশিস সেন এই দায়িত্ব পালন করছিলেন।

Must read

প্রতিবেদন : হিডকোর (HIDCO) এমডি হলেন সঞ্জয় বনসল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশিস সেন এই দায়িত্ব পালন করছিলেন। সঞ্জয় বনসলকে পুর ও নগর উন্নয়ন দফতরের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। এই দফতরটিও অনগ্রসর কল্যাণ দফতরের সচিব পদের সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অধ্যাপক নিয়োগে বেনিয়ম বিশ্বভারতীতে

রোশনি সেনকে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর করা হল। তাঁকে পরিবেশ এবং মৎস্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদকে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের প্রধান সচিব করা হল। ১৯৯৮-এর আইএএস নীলম মিনাকে ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব করা হল। এই দফতরটি এতদিন দেখতেন রোশনি সেন। অভিনব চন্দ্র ইনস্টিটিউট অফ এনভায়রন মেন্টাল স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা হলেন।

Latest article