নয়াদিল্লি : বাদল অধিবেশনের শুরুর দিনই একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদের (parliament) দুই কক্ষ। গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলি নিয়ে ঝড় ওঠে সংসদে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর জিএসটির নয়া হার, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, টাকার দাম পড়া নিয়ে রাজ্যসভায় প্রবল বিক্ষোভ দেখান বিরোধীরা। এদিন দফায় দফায় মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশন।
আরও পড়ুন-অগ্নিবীর নিয়ে প্রশ্ন
পরে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুপুর দুটো পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেওয়া হয়। এদিন অধিবেশনের শুরুতে লোকসভার স্পিকার ওম বিড়লা জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্মরণ করেন।