কৃষিবিল প্রত্যাহারে অকাল হোলি

কৃষকস্বার্থ-বিরোধী এই বিলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন।

Must read

সংবাদদাতা, হাসনাবাস : কেন্দ্রের কৃষিবিল প্রত্যাহার হওয়ায় শনিবার অকাল হোলির আবিরে ভাসলেন উত্তর হরিপুরের বহু কৃষক ও তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র বিরোধিতা ও দেশের কৃষকদের লাগাতার আন্দোলনের ফলে শেষ পর্যন্ত জারি করা তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা

কৃষকস্বার্থ-বিরোধী এই বিলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন। শেষ পর্যন্ত চাপে পড়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন কৃষিবিল প্রত্যাহারের ঘোষণা করার পর থেকে রাজ্যের সর্বত্র কৃষকদের সঙ্গে নিয়ে দলীয় নেতা-কর্মীরা জয়ের আনন্দে মেতে উঠেছেন। একইরকম ভাবে ধানখেতে হয় আবির খেলা।

Latest article