গৌতম আদানির (Gautam Adani) সংস্থার বিরুদ্ধে অভিযোগ একটি এনার্জি প্রকল্পে সুবিধা পেতে আদানি গোষ্ঠী ভারতের আধিকারিকদের হয়ত ঘুষ দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে এবার মার্কিন প্রশাসন তদন্তে নেমেছে। ভারতের আরও এক সংস্থা অ্যাজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। ওয়াশিংটনের বিচার বিভাগের দুর্নীতি প্রতিরোধ ইউনিট এবং নিউ ইয়র্কের পূর্ব জেলার অ্যাটর্নির অফিস এই তদন্ত করছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে আদানি গোষ্ঠীর মুখপাত্রের দাবি তারা তদন্তের বিষয়ে কিছুই জানেন না।
আরও পড়ুন-গুজরাট ইউনিভার্সিটি হোস্টেলে নামাজ, বহিরাগতদের ছাত্র নিগ্রহ
ঘুষ নেওয়ার বিষয়ে নিয়ে আদানি গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ‘আমরা এমন একটি ব্যবসায়িক গোষ্ঠী, যারা শাসনের সর্বোচ্চ মান অনুসরণ করে কাজ করে। আমরা ভারত এবং অন্যান্য দেশে দুর্নীতি-বিরোধী এবং ঘুষ-বিরোধী আইনের সম্পূর্ণরূপে মেনে চলেছি।’ মার্কিন বিচার বিভাগের কেউ এই নিয়ে মুখ খোলেন নি। অ্যাজিউরের তরফ থেকেও কিছু বলা হয়নি।
আরও পড়ুন-সিএএ-র বিরুদ্ধে পথে নামল মতুয়া সমাজ
প্রসঙ্গত, ভারতীয় সংস্থা আদানির সঙ্গে মার্কিন সংস্থার ব্যবসায়িক যোগ রয়েছে। কোনও বিদেশি সংস্থা যদি আমেরিকার সংস্থার সঙ্গে ব্যবসায়িক ভাবে যুক্ত হয় বা মার্কিন বাজারে সেই বিদেশি সংস্থার প্রভাব থাকে, তাহলে বিদেশের মাটিতে ঘটা কোনও দুর্নীতির অভিযোগে তদন্ত আমেরিকাতে হতে পারে।