প্রতিবেদন : শুল্ক দফতরের আধিকারিকদের চোখকে ফাঁকি দিতে এক অভিনব পন্থা বের করেছিলেন বিদেশি যাত্রী। কিন্তু ওই যাত্রীর জারিজুরি শেষ পর্যন্ত খাটেনি। ২৩ জানুয়ারি মুম্বই বিমানবন্দরে ওই বিদেশি যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই যাত্রীর কাছে ছিল দু’টি ইংরেজি বই। আপাতদৃষ্টিতে আর পাঁচটা বইয়ের সঙ্গে ওই যাত্রীর কাছে থাকা বইয়ের কোন তফাত ছিল না। কিন্তু ওই বইয়ের পাতা ওল্টাতেই চক্ষু চড়কগাছ! প্রতি পাতার ভাঁজে সযত্নে লুকোনো একটি করে ১০০ ডলারের নোট!
আরও পড়ুন-সীমান্ত এলাকায় কড়া নজরদারি
দুটি বই মিলিয়ে ছিল ৯০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৩ লক্ষ ৪২ হাজার টাকারও বেশি। ২৩ জানুয়ারি মুম্বই বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন শুল্ক দফতরের অধিকাররিকরা। একই সঙ্গে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, কেন তিনি বইয়ের মধ্যে লুকিয়ে টাকা নিয়ে আসছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।