রফতানিতে রেকর্ড

ফলে ওই দেশের মুরগি ও ডিমের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন। সে কারণে বিশ্ব বাজারে ভারতে উৎপাদিত ডিমের চাহিদা বেড়ে গিয়েছে

Must read

ডিম রফতানিতে রেকর্ড করল ভারত। চলতি মাসে এ পর্যন্ত পাঁচ কোটি ডিম রফতানি হয়েছে বলে খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মালয়েশিয়ায় পোল্ট্রি খাবার সংকটে পড়ায় ডিম রফতানিতে এই রেকর্ড গড়েছে দেশ। জানা গিয়েছে, যুদ্ধের কারণে মালয়েশিয়ায় মুরগির খাবারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

আরও পড়ুন-বইয়ের পাতার ফাঁকে মার্কিন ডলার যাত্রীর!

ফলে ওই দেশের মুরগি ও ডিমের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন। সে কারণে বিশ্ব বাজারে ভারতে উৎপাদিত ডিমের চাহিদা বেড়ে গিয়েছে। ভারতীয় ডিমের ক্রেতা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলি। এর মধ্যে কাতার ও ওমান প্রধান আমদানিকারক দেশ। কিন্তু বিশ্বের শীর্ষস্থানীয় ডিম সরবরাহকারী দেশগুলিতে উৎপাদন কমে যাওয়ায় কয়েক মাস ধরে ভারতীয় হ্যাচারিগুলোয় আশ্চর্যজনকভাবে বড় মাপের বরাত পেয়েছে।

Latest article