স্মৃতির দাপটে মেয়েদের জয়

৫১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন মান্ধানা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। মান্ধানার পাশাপাশি ভাল ব্যাটিং করেন অধিনায়ক হরমনপ্রীত

Must read

ইস্ট লন্ডন ২৪ জানুয়ারি : স্মৃতি মান্ধানার ঝোড়ো ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-২০ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলেন হরমনপ্রীত কৌররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৬৭ রান তোলে ভারতের মেয়েরা। জবাবে চার উইকেট হারিয়ে ১১১ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ৫৬ রানে ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুন-রফতানিতে রেকর্ড

৫১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন মান্ধানা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। মান্ধানার পাশাপাশি ভাল ব্যাটিং করেন অধিনায়ক হরমনপ্রীত। তিনি ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। স্মৃতি ও হরমনপ্রীত তৃতীয় উইকেটে অপরাজিত ১১৫ রান যোগ করেন। দীপ্তি শর্মারা বোলিংয়েও আগুন ঝরিয়েছেন। অলআউট না হলেও ভারতীয় বোলারদের বিরুদ্ধে রান তুলতে ব্যর্থ হয়েছেন ক্যারিবিয়ান মেয়েরা। ২৯ রানে ২ উইকেট নেন দীপ্তি শর্মা। পাশাপাশি রাজেশ্বরী ও রাধা একটি করে উইকেট নেন। শেমাইন ক্যাম্পবেল (৪৭) ও হেইলি ম্যাথাউস (৩৪ অপঃ) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আরও কোনও ব্যাটার ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিলেন হরমনপ্রীতরা।

Latest article