প্রতিবেদন : করোনার কারণে গোটা বিশ্বের অর্থনীতিই বড় মাপের ধাক্কা খেয়েছে। অতিমারির আতঙ্ক কাটিয়ে ধীরে হলেও ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন। তবে অতিমারির কুপ্রভাব এখন কাটিয়ে উঠতে পারেনি অর্থনীতি। ভারতের মতোই আমেরিকাতেও সেপ্টেম্বর মাসে বেড়েছে মূল্যবৃদ্ধির হার। বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে আমেরিকায় জিনিসপত্রের দাম ০.৪ শতাংশ বেড়েছে। অগাস্টে বেড়েছিল ০.২ শতাংশ। মার্কিনমুলুকে গত ৪০ বছরে এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
আরও পড়ুন-যাদবপুরের ৪২ বিজ্ঞানীর বিশ্ব স্বীকৃতি
তবে ওই রিপোর্ট বলছে, আমেরিকায় মূল্যবৃদ্ধির বার্ষিক হার কমেছে ০.১ শতাংশ। বার্ষিক মূল্যবৃদ্ধির হার ৮.৩ শতাংশ থেকে কমে হয়েছে ৮.২ শতাংশ। আমেরিকায় অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে কনসিউমার প্রাইস ইন্ডেক্স দ্বিগুণ বেড়েছে। এদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে মার্কিন ফেডারেল রিজার্ভ বেশ কয়েক দফায় সুদের হার বাড়িয়েছে। মূল্যবৃদ্ধির এই পরিসংখ্যান প্রকাশের পর মনে করা হচ্ছে, ফের একবার বাড়তে পারে সুদের হার। গত মাসের শেষে দিকে সুদের হার বাড়িয়েছিল ফেডারেল রিজার্ভ।
আরও পড়ুন-পুরনিগমের উদ্যোগে চালু পাম্পিং স্টেশন
২০২১ সালের জানুয়ারি মাসে সুদের হার ছিল ০.০৮ শতাংশ। ২০২২ সালের জানুয়ারি থেকে বাড়তে বাড়তে যা ৩.০৮ শতাংশে পৌঁছেছে। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এর পরেও ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়ালে তা অর্থনীতির পক্ষে ভাল হবে না।