জোর ধাক্কা খেল ট্রাম্পের শুল্ক নীতি, ‘বেআইনি’ ঘোষণা মার্কিন আদালতের

Must read

নিজের দেশের আদালতেই জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার আদালতই জানিয়ে দিল, তাঁর শুল্ক-নীতি অবৈধ। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে শুল্ক চাপিয়ে দিচ্ছেন, তার অধিকাংশই বেআইনি। তবে এখনই ট্রাম্পের আরোপিত শুল্কে স্থগিতাদেশ দেয়নি মার্কিন আদালত। এদিকে তার শুল্কনীতিকে বেআইনি ঘোষণা করায় নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, আদালতের এই সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। ওই শুল্ক এখনও বহাল আছে। শুল্ক বাতিল করা হলে বিপর্যয় নেমে আসবে।

সম্প্রতি বিশ্বের প্রায় সমস্ত দেশের পণ্যের উপরেই শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন দেশ। শুক্রবার নিজের দেশের একটি ফেডারেল আপিল আদালতই রায় দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কোনও আইনি ভিত্তি নেই। এই শুল্ক আরোপ অবৈধ ও ভুল। আদালত তাৎক্ষণিক বিচারে শুল্ক বাতিল না করে শুধু বেআইনি ঘোষণা করেছে। ট্রাম্পকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সময় দিয়েছে।

আরও পড়ুন- চা-বাগানের শ্রমিকস্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট (US President) জানিয়েছেন, সমস্ত শুল্কই কার্যকর আছে। আদালত শুল্ক প্রত্যাহার করা উচিত বলে রায়ে জানালেও, তারাও জানে যে শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জিতবে। শুল্ক কখনও বাতিল হলে তা দেশের জন্য একট বিপর্যয় হবে। আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্টের সপাট জবাব, বাণিজ্য ঘাটতি ও বৈদেশিক বাণিজ্য বাধা মোকাবিলার জন্য সর্বোত্তম উপায় শুল্ক আরোপ। সুপ্রিম কোর্টের সাহায্য নিয়েই এই কাজ বলবৎ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র।

Latest article