নয়াদিল্লি, ৮ এপ্রিল : তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। সোমবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কিংবদন্তি স্প্রিন্টার তথা আইওএ-র সভাপতি পিটি উষা! তিনি বলেন, ‘‘আমাকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আর এই চক্রান্ত করছে আইওএ-এর এক্সিকিউটিভ কমিটির কয়েকজন সদস্য। ওরা প্রতিটি পদে আমার কাজে বাঁধা তৈরি করছে। নিজের সম্মান বাঁচিয়ে এভাবে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব।’’
আরও পড়ুন-দিলীপকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিলেন মহিলারা
যাবতীয় বিতর্কের সূত্রপাত গত শুক্রবার। উষার নিযোগ করা সংস্থার এক কর্মকর্তা রঘুরাম আইয়ারকে ছাঁটাই করার জন্য নোটিশে সই করেন এক্সিকিউটিভ কমিটির ৯ জন সদস্য। তাঁদের অভিযোগ, এই ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ করেছেন উষা। প্রসঙ্গত, রঘুরামকে চলতি বছরের জানুয়ারিতে আইওএ-এর সিইও পদে নিযুক্ত করেছিলেন উষা। রঘুরাম ছাড়াও উষার নিযুক্ত করা সংস্থার আরেক কর্মকর্তারও নিয়োগ অবৈধ বলে দাবি করেছে এক্সিকিউটিভ কমিটি। উষার বক্তব্য, ‘‘সংস্থার সংবিধান মেনেই যাবতীয় নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর পরেও এক্সিকিউটিভ সংস্থার কিছু সদস্য আমার গায়ে কাদা ছেটাচ্ছেন।’’