দিলীপকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিলেন মহিলারা

দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গত কয়েকদিন ওঁর লাগাতার কুকথার জেরে, বিশেষত মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যে সাধারণ মানুষ, মূলত মহিলারা প্রচণ্ড ক্ষুব্ধ দিলীপের উপর। এদিন চায়ের আড্ডাতেও দিলীপ কেন্দ্রীয় বঞ্চনার পক্ষ নিয়ে নানা মন্তব্য করতে থাকেন।

আরও পড়ুন-বিরোধীদের মতোই ভোটের আগে জেগে ওঠে কেন্দ্রীয় এজেন্সি : শতাব্দী

সেই সময় সেখানে হঠাৎ বেশ কিছু মহিলা এসে ‘দিলীপ ঘোষ দূর হাটো’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীরা পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিস এলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। পুলিস পরিস্থিতি সামাল দেয়। গো-ব্যাক স্লোগান দেওয়া মহিলাদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষকে। দিলীপ সেই সব কথা শোনেননি। উল্টে মহিলাদের অসম্মান করেছেন বলে অভিযোগ। এ নিয়ে দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দিলীপ এবং বিজেপির বিরুদ্ধে নিউ টাউনশিপ থানায় অভিযোগও করেছেন।

Latest article