প্রতিবেদন : ফের দলিত নির্যাতনের ঘটনা ঘটল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওয় দেখা গিয়েছে, বছর দশেকের এক নাবালিকাকে বেঁধে রেখে তাকে ব্যাপক মারধর করেছে বেশ কয়েকজন মানুষ। জানা গিয়েছে, ওই নিগৃহীতা নাবালিকা দলিত সম্প্রদায়ের। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমেঠিতে ওই দলিত নাবালিকাকে মারধরের ভিডিও ভাইরাল হতেই দলিত নির্যাতন নিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সাধারণ মানুষ। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনা নিয়ে যোগী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এটাই যোগী সরকারের সুশাসনের নমুনা। যা দেখলে ভয়ে চোখ বুজে আসে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ট্যুইটারে ওই ভিডিওটি শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা দাবি করেছেন, যোগী রাজ্যে প্রতিদিন দলিতদের বিরুদ্ধে গড়ে ৩৪টি এবং মহিলাদের বিরুদ্ধে গড়ে ১৩৫টি অত্যাচারের ঘটনা ঘটে। এটাই নরেন্দ্র মোদি-যোগীর সুশাসন। প্রিয়াঙ্কা হুমকি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন-কোভিড-ওমিক্রনের জোড়া ফলা ফের দেশ জুড়ে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর