কেজি প্রতি চায়ের দাম ১৪ কোটি টাকা!

Must read

প্রতিবেদন : ‘দ্য রয়্যাল বেঙ্গল’। বিশ্বের সবচেয়ে দামি চা (Tea)। যার প্রতিটি পাতায় রয়েছে সোনার পরত। এই চায়ের এক কেজির দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ১৪ কোটি টাকা খরচ করলে তবেই পাওয়া যাবে এই চা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) জাপানি চায়ের ভক্ত ছিলেন। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি চায়ের (Tea) নামকরণের অনুপ্রেরণাও তিনি। ‘দ্য গোল্ডেন বেঙ্গল’। সোনার বাংলা। যার উৎস বাংলাদেশের সিলেট জেলায়। নতুন বছরেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে দ্য গোল্ডেন বেঙ্গলের। সৌজন্যে বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান— লন্ডন টি এক্সচেঞ্জ । লন্ডন টি এক্সচেঞ্জের কর্ণধার বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, তাঁর নাম অনুযায়ী এর নামকরণ।’

বিশ্বের সবচেয়ে দামি চা প্রকারে ব্ল্যাক-টি। কিন্তু কাপে ঢাললে চা সোনালি বর্ণের দেখায়। দ্য গোল্ডেন বেঙ্গল টি-তে আক্ষরিক অর্থেই রয়েছে সোনার প্রলেপ। প্রায় সাড়ে ৪ বছরের প্রচেষ্টায় ৯০০ কেজি চা থেকে মাত্র ১ কেজি চা পাতা বাছাই করা হয়। যার প্রতি পাতায় ২৪ ক্যারট সোনার প্রলেপ। তাই এই প্রিমিয়াম টি নোবেলজয়ীদের উপহার দেওয়ার ভাবনা রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জের।

আরও পড়ুন-দলগত সংহতি ছিল বলেই পদক: মনপ্রীত

বিশ্বের সবচেয়ে দামি চা, ‘দ্য গোল্ডেন বেঙ্গলের’ ঠিকানা লন্ডনের ১০৩ ব্রিক লেনে অবস্থিত লন্ডন টি এক্সচেঞ্জ। যার প্রতিটি কোনায় ৩০০ বছরের পুরনো ইতিহাসের ছোঁয়া। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সারা বিশ্ব থেকে আসা সেরা চায়ের পাতার নিলাম হত এখানে। পরবর্তীতে চা- গবেষক আলিউর রহমানের হাত ধরে বিশ্বের ৪২টি দেশের প্রায় ৯০০ ধরনের প্রিমিয়াম চা পাতা পাওয়া যায় এখানে। এর মধ্যে ৩০০ ধরনের চা সাধারণ মানুষের জন্য। রাজ পরিবারগুলিতেও এখন থেকেই চা পাঠানো হয়। তার মধ্যে অন্যতম ব্রিটেনের রাজ পরিবার। তাই প্রিমিয়াম চায়ের স্বাদ নিতে এখন প্রহর গুনছেন অনেকেই।

Latest article