দলগত সংহতি ছিল বলেই পদক: মনপ্রীত

Must read

ভুবনেশ্বর, ২৯ ডিসেম্বর : অলিম্পিক সাফলের কারণ ছিল দলগত সংহতি। বললেন হকি (Hockey) অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)। তিনি বলেছেন, ‘‘আমাদের দলের মধ্যে একতা ছিল। সেটাই সাফল্যের কারণ। আমরা সবাই পরষ্পরের কাছাকাছি ছিলাম। অলিম্পিকে যা অনেক কাজে এসেছিল’’।

দীর্ঘ প্রতীক্ষার পর অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। ২৯ বছরের মনপ্রীত (Manpreet Singh) জানান, ২০২১-এ প্রচুর চ্যালেঞ্জ ছিল তাঁদের সামনে। কিন্তু তিনি গর্বিত এটা ভেবে যে, সব বাধা অতিক্রম করে তাঁরা দেশের জন্য সাফল্য নিয়ে এসেছিলেন। মনপ্রীতের কথায়, ‘‘২০২১ ভারতীয় হকির সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমাদের জন্য এটা স্বপ্নের বছর। প্রচুর চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। অনেক উথ্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু আমরা দেশকে গর্বিত করেছিলাম।”

আরও পড়ুন-মারাদোনার ভাই প্রয়াত

মনপ্রীত আরও বলেন, পাঁচ বছর তাঁরা পরিশ্রম করেছিলেন। শেষ একবছর টানা শিবিরে ছিলেন। এতে জীবন-ধারা বদলে গিয়েছিল। থাকতে হয়েছে বায়ো-বাবলের মধ্যে। অলিম্পিকের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ব্রোঞ্জ জিতেছে পাকিস্তানকে হারিয়ে। সর্বশেষ হকি র‍্যাংকিংয়ে ভারত এখন তৃতীয়স্থানে। ২০০৩-এ র‍্যাংকিং চালু হওয়ার পর এটাই ভারতের সবথেকে উঁচুতে থাকা। ‘‘আমরা ফ্যানেদের কথা দিয়েছিলাম পরিশ্রম করে ওদের গর্বিত করব। আমাদের লক্ষ্য অবশ্য পদকের রং বদলে দেওয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নতুন সাইকেল শুরু হয়েছে।আরও উন্নতি করতে হবে। সামনে চ্যালেঞ্জিং সিডিউল। তবে আমরা এজন্য প্রস্তুত“।
তবে প্রাক্তন অধিনায়ক দিলীপ টিরকে জানিয়েছেন, কঠিন ম্যাচ জেতার জন্য ভারতীয় দলকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ লিগে জাপানকে ৬-০ গোলে হারানোর পর ভারত সেমিফাইনালে তাদের কাছে হেরে গিয়েছিল। টিরকে জানিয়েছেন, ভারতীয় খেলোয়াড়রা হয়তো জেতার পর গা-ছাড়া মনোভাব দেখিয়েছিলেন।

Latest article