আবার প্রমাণিত হল কেন্দ্রীয় সরকারের মিথ্যাচারিতা। লোকসভায় পেশ করা সরকারি তথ্য অনুযায়ী মনরেগার ভুয়ো জব কার্ডের (Fake Job Card) তালিকায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ দীপক আধিকারির লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাদভি নিরঞ্জন জ্যোতি লোকসভায় তথ্য পেশ করে জানিয়েছেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪৬৪। একইভাবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোও উত্তরপ্রদেশকে অনুসরণ করে ভুয়ো জব কার্ড তালিকার প্রথম দিকেই অবস্থান করছে। বিজেপির জোটসঙ্গী বিজেডি শাসিত উড়িষ্যতেও ভুয়ো জবকার্ডের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩৩৩। আর এক বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭ হাজার ৮৫৯ ,অসমে সংখ্যাটা ৭ হাজার ৯৮৮। বিজেপি শাসিত রাজ্যের থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ীই অনেক পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করার জন্য ভুয়ো জব কার্ড-সহ (Fake Job Card) একাধিক ইসুকে বারেবারে সামনে এনেছে যেখানে বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ যেখানে ভুয়ো জবকার্ডের শীর্ষ তালিকায় রয়েছে অথচ উত্তরপ্রদেশে ১০০ দিনের কাজের কোন টাকা আটকানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। যার থেকে স্পষ্ট, এতদিন ধরে বিরোধীদের করে আসো অভিযোগের সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করতে চাইছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- আর্থিক বিনিয়োগ দুর্নীতির জের, এবার ১০০টির বেশি চিনা ওয়েবসাইট নিষিদ্ধ ভারতে