পরাজয়ের ‘শাস্তি’! ফল প্রকাশের দু’দিনের মধ্যেই রাজ্য সভাপতির পদ থেকে সরতে বলা হল কমলকে

Must read

বিধানসভা নির্বাচনে ৩ রাজ্যে ভরাডুবি কংগ্রেসের। পরাজয়ের দু’দিনের মধ্যেই মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে যেতে বলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে (Kamal Nath)। পরাজয়ের জেরেই কি এমন সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস? বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল কংগ্রেস। কিন্তু তা আর হল কোথায়! ফলাফলে দেখা গিয়েছে, বিজেপি  ২৩০টি আসনের মধ্যে জয়ী হয়েছে ১৬৩টিতে, এবং কংগ্রেস জিতেছে ৬৬টি আসনে। এককথায় শোচনীয় ফলাফল।

ইন্ডিয়া জোটের একাধিক দলের নেতারা আগেই জানিয়েছেন কংগ্রেসের ‘একলা চলো’ নীতির জন্যই ৩ রাজ্যে ভরাডুবি হয়েছে। এদিকে গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে পরাজিতদের প্রতি বার্তা দিয়ে জানিয়েছিলেন, ভুল সংশোধন ভবিষ্যতে শক্তিশালী হয়ে লড়াইয়ে নামতে হবে।

আরও পড়ুন-ফের প্রমাণিত কেন্দ্রের মিথ্যাচারিতা! মনরেগার ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে যোগী রাজ্য

মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে কংগ্রেস এতটাই আশাবাদী ছিল যে, ভোট গণনার দিন সকালে কমল নাথকে (Kamal Nath) অভিনন্দন জানিয়ে পোস্টারও বানানো হয়েছিল। বিজেপির জয়ে কংগ্রেসের প্রচার কৌশলের ঘাটতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

Latest article