ল্যাটারাল এন্ট্রিতেই ভর্তি বি-টেকের ফাঁকা আসনে

এরপর যে আসনগুলি ফাঁকা থাকবে সেখানে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি করা হবে। ফলে, আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনাও কমবে।

Must read

প্রতিবেদন : এবার বি-টেকে ড্রপ আউট এবং ফাঁকা আসন ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। এই ফাঁকা আসন ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি-টেকে মোট ৪০০-এর বেশি আসন রয়েছে। এতদিন আগে ৬০ শতাংশ আসনে ভর্তি হতে পারতেন জয়েন্টের পড়ুয়ারা। এরপরের বছর বিএসসি’র পড়ুয়ারা জেলেট পরীক্ষা দিয়ে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হতেন। কিন্তু এই বছর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের পড়ুয়াদের ১০০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮০ শতাংশ আসন বরাদ্দ থাকবে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য। বাকি ২০ শতাংশ ভিন রাজ্যের পড়ুয়ারা ভর্তি হতে পারলেও সেক্ষেত্রে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় র‌্যাঙ্ক থাকতে হবে।

আরও পড়ুন-এখন থেকে হাড় ভাঙলে আগে হবে হার্ট, উচ্চরক্তচাপের পরীক্ষা

এরপর যে আসনগুলি ফাঁকা থাকবে সেখানে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি করা হবে। ফলে, আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনাও কমবে। এরপর ধীরে ধীরে ১০ শতাংশ আসন ল্যাটারাল এন্ট্রির জন্য বের করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিটেকে ভর্তি নিয়ে ৯০ শতাংশ আসনই রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত করে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ও এই একই ব্যবস্থা নিল।

Latest article