ছুটি শেষ, বিরাটরা এবার লখনউয়ে

এই বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে থাকা বিরাট কোহলি ছুটির ফাঁকে স্থানীয় একটি আশ্রমে ঘুরে এসেছেন। বিরাট এমন আশ্রম দর্শন আগেও করেছেন।

Must read

লখনউ, ২৬ অক্টোবর : ছুটি কাটিয়ে আবার বিশ্বকাপ আবহে ঢুকে পড়লেন রোহিত-বিরাটরা। ইংল্যান্ড ম্যাচের জন্য গোটা দল লখনউয়ে পৌঁছে গিয়েছে।
নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটাররা হিমাচল প্রদেশেই ছুটি কাটিয়েছেন। কোচ রাহুল দ্রাবিড় সাপোর্ট স্টাফেদের নিয়ে ত্রিউন্দে ট্রেকিং করেছেন। নদীতে স্নান করেছেন। সঙ্গে ছিলেন কিপার-ব্যাটার রাহুলও। তবে চোটের আশঙ্কায় ক্রিকেটারদের ট্রেকিংয়ের অনুমতি দেয়নি বোর্ড। তাঁরা অন্যভাবে ছুটি কাটিয়েছেন।

আরও পড়ুন-লেজার শো নিয়ে বিরক্ত ম্যাক্সওয়েল

এই বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে থাকা বিরাট কোহলি ছুটির ফাঁকে স্থানীয় একটি আশ্রমে ঘুরে এসেছেন। বিরাট এমন আশ্রম দর্শন আগেও করেছেন। অন্যেরা নিজেদের মতো হিমাচলের এদিক-ওদিক ঘুরে বেড়িয়ে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। এছাড়া, হোটেলে প্লেয়ার ও সাপোর্ট স্টাফেদের নিয়ে একটি রাম্প শো-র আয়োজন করা হয়েছিল। এটা করা হয়েছে দলের মধ্যে নিবিড় বন্ধন তৈরি করার জন্য। যা বিশ্বকাপে সাহায্য করবে।

আরও পড়ুন-আলিপুর জেল মিউজিয়ামে রাজ্যের বিজয়া সম্মিলনী

এদিকে, হার্দিক পান্ডিয়া চোটের জন্য বাইরে থাকায় রবিবারের ইংল্যান্ড ম্যাচের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। দল হার্দিকের বদলে সূর্যকেই খেলাবে নাকি রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম এগারোয় নিয়ে আসবে, সেটাই এখন প্রশ্ন। একানা স্টেডিয়ামের উইকেট স্লো এবং স্পিনারদের সাহায্য করে বলে ধারণা রয়েছে। তাহলে অশ্বিন তৃতীয় স্পিনার হিসাবে খেলে বাটলাররা মুশকিলে পড়তে পারেন। তবে বিশ্বকাপের আগে এখানকার উইকেটে নতুন মাটি পড়েছে। এবার এই মাঠে সর্বোচ্চ ৩১১ রান উঠেছে।

Latest article