গঙ্গাসাগরে সাধুদেরও টিকাকরণ

মেলায় থাকবে মেগা ভ্যাকসিন সেন্টার। এছাড়া মেলায় ঘুরবে দশটি ভ্রাম্যমাণ টিকার গাড়ি। কারও প্রয়োজন হলে টিকা নিতে পারবেন।

Must read

সুস্মিতা মণ্ডল, গঙ্গাসাগর : বুধবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে জেলা প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর গঙ্গাসাগর মেলার জন্য কোভিড সংক্রমণ রুখতে আরও বেশি সতর্ক হল জেলা প্রশাসন। বাড়ানো হল সমস্ত পরিকাঠামো। কলকাতার বাবুঘাট থেকে মেলার মাঠ পর্যন্ত করোনা পরীক্ষা বাড়ানো হবে। থাকবে ভ্রাম্যমাণ পরীক্ষাকেন্দ্রে। কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হবে।

আরও পড়ুন-রাজ্যপালকে উপহাস ব্রাত্য বসুর

এছাড়া ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর হাসপাতালে থাকছে কোভিড বেড। শুধু মেলার জন্য সাগরমেলার মাঠে থাকবে কোভিড হাসপাতাল। এই হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত থাকবে। থাকবে ওয়াটার ও এয়ার অ্যাম্বুল্যান্স। মেলায় ঢোকার একাধিক রাস্তায় স্যানিটাইজার টানেল থাকবে। সরকারি ও বেসরকারিভাবে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হবে। মাস্ক ছাড়া মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলা, ইংরেজি, হিন্দি-‌সহ সাতটি ভারতীয় ভাষায় করোনা বিধি নিয়ে লাগাতার প্রচার চলবে।

আরও পড়ুন-বিজেপিকে জবাব দিতে তৈরি মানুষ

মেলায় থাকবে মেগা ভ্যাকসিন সেন্টার। এছাড়া মেলায় ঘুরবে দশটি ভ্রাম্যমাণ টিকার গাড়ি। কারও প্রয়োজন হলে টিকা নিতে পারবেন। বৃহস্পতিবার কপিলমুনির মন্দির চত্বর জুড়ে স্যানিটাইজ করা হয়। কয়েক ঘণ্টা অন্তর এই স্যানিটাইজ করা হয়। জেলাশাসক পি উলগানাথনের উপস্থিতিতে কপিলমুনির মন্দির চত্বরে বেশ কয়েকজন পুণ্যার্থীকে ভ্যাকসিন দেওয়া হয়। টিকা নেন বেশ কয়েকজন সাধুও। আগামী ৮ জানুয়ারি সাগরমেলার উদ্বোধন হবে। কিন্তু তার আগে থেকেই পুণ্যার্থীর ভিড় লক্ষ করা গিয়েছে।

জেলাশাসক পি উলগানথন বলেন, ‘‌‘কোভিড নিয়ে জেলা প্রশাসন আগে থেকে প্রস্তুত ছিল। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কোভিড বিধির ওপর আরও জোর দেওয়া হয়েছে। বিনা মাস্কে কাউকে মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। থাকবে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা। হাসপাতাল, অক্সিজেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মজুত থাকবে।’’‌

Latest article