প্রতিবেদন : নরেন্দ্র মোদির জন্মদিনেও টিকা জালিয়াতি বিজেপির। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে মধ্যপ্রদেশে ২৭ লক্ষ টিকাকরণ হয়। কিন্তু তার অনেকটাই যে জল মেশানো তা ক্রমশ প্রকাশ্যে আসছে। মোদির জন্মদিনে টিকাদানের রেকর্ড গড়ার লক্ষ্যে কোথাও মৃত ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে, কোথাও আবার টিকা না নিয়েও কেউ পেয়ে গিয়েছেন টিকার শংসাপত্র। সংখ্যাটা বহু। বিজেপি শাসিত রাজ্যে একের পর এক এমন অদ্ভুতুড়ে ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ১৪৪ ধারা চালু থাকলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভা হল কীভাবে? কড়া আক্রমণে তৃণমূল
১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা আশুতোষের ফোনে একটি মেসেজ আসে, যেখানে লেখা হয়েছে, বিদ্যা শর্মা, আপনার করোনার দ্বিতীয় ডোজের কোভিশিল্ড টিকা আপনি পেয়েছেন ১৭ সেপ্টেম্বর। এই মেসেজ দেখে চমকে ওঠেন বিদ্যার পুত্র আশুতোষ। সেটা হওয়াই স্বাভাবিক, কারণ ৪ মাস আগে মৃত্যু হয়েছে তাঁর মায়ের। এক হাতে মায়ের ডেথ সার্টিফিকেট ও অন্য হাতে কোভিড সার্টিফিকেট নিয়ে আশুতোষ সংবাদমাধ্যমকে বলেন, এমনটা হওয়ার পেছনে কারণ অবশ্য একটাই থাকতে পারে, সরকারি কর্মীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছে টিকা দেওয়ার জন্য। একই ঘটনা ঘটেছে আগরের বাসিন্দা পিঙ্কি বর্মার সঙ্গেও। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে পারিনি আমি। অথচ ১৭ তারিখ আমার ফোনে মেসেজ ঢোকে এবং জানানো হয় রাজস্থানের একটি অঞ্চল থেকে আমার টিকা হয়ে গেছে! এমনই আরও অনেক কাণ্ড সে রাজ্যে।