নিট: বিরাট দুর্নীতির চক্র

Must read

প্রতিবেদন : প্রথমে কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার দুর্নীতির একই অভিযোগ উঠল কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাতেও। বড়সড় দুর্নীতির এই চক্র প্রকাশ্যে আনল সিবিআই।

আরও পড়ুন: উচ্ছেদের নামে অসম পুলিশের গুলিতে মৃত ২, জখম বহু

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, অনৈতিকভাবে ৫০ লক্ষ টাকার বিনিময় পড়ুয়াদের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় পাশ করানোর ব্যবস্থা করা হত। এই ঘটনার পিছনে জড়িত রয়েছে মহারাষ্ট্রের এক কোচিং সেন্টার। সিবিআই জানিয়েছে, ‘আর কে এডুকেশন কেরিয়ার গাইডেন্স সেন্টার’ নামে মহারাষ্ট্রের ওই কোচিং সেন্টারটি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার বিনিময়ে ৫০ লাখ টাকা করে নিত। এজন্য তারা পরীক্ষার্থীদের মেডিক্যাল পরীক্ষায় নকল করে উত্তর লিখতে সব ধরনের ব্যবস্থা করে দিত। কখনওবা তারা আসল পরীক্ষার্থীর বদলে ভুয়ো পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিত। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সঙ্গেও এজন্য ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলত ওই কোচিং সেন্টারটি। ওই কোচিং সেন্টারকে তাদের এই দুর্নীতির কাজে সরকারি কর্মীরাও সব ধরনের সাহায্য করতেন। সিবিআইয়ের দাবি, দুর্নীতির শিকড় অনেক গভীরে। ওই কোচিং সেন্টারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিট মেডিক্যাল প্রবেশিকা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে বিতর্ক তুঙ্গে।

Latest article