এনজেপি থেকে গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস (Vande bharat express- TMC) ট্রেনের স্টপেজ নেই নিউ কোচবিহার স্টেশনে। ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে কোচবিহার স্টেশনে, দাবি জানানো হল কোচবিহার তৃমমূল কংগ্রেসের তরফে।
তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কেন্দ্র সরকার অবজ্ঞা করছে রাজার শহর কোচবিহারকে। নিউকোচবিহার স্টেশনের উপর দিয়ে এনজিপি গৌহাটি এই বন্দে ভারত যাতায়াত করলেও এই স্টেশনে কোনো স্টপিজ নেই। এর বিরুদ্ধে নিউকোচবিহার স্টেশনে অবস্থান বিক্ষোভ ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে৷ লাগাতার আন্দোলন চলবে৷
রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থপ্রতীম রায় জানান, উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ কোচবিহার। অথচ এই রেল স্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের কোনও স্টপেজ নেই। এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে রেলকে চিন্তাভাবনার করতে বলা হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে।
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মঙ্গলবার নিউকোচবিহার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস (Vande bharat express- TMC)৷ প্রায় আধ ঘন্টা নিউকোচবিহার স্টেশনে আটকে থাকে নিউ বঙ্গাইগাও-এনজিপি লোকাল ট্রেন।
সম্প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যে এনজিপি-গুয়াহাটি বন্দে ভারত ট্রেনের রুটে তালিকা প্রকাশ করেছে। তাতে নিউকোচবিহার স্টেশনে ট্রেনের স্টপেজের উল্লেখ নেই। এতেই ক্ষুদ্ধ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস৷। প্রসঙ্গত,আগামী ২৫ মে থেকে এনজেপি-গুয়াহাটি রুটে যাত্রী পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যে এই রুটে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের ক্ষেত্রে রেল বোর্ডের প্রাথমিক সবুজ সংকেত মিলেছে।
আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর, দোকান-বাড়িতে চলল লুঠপাট
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…