প্রতিবেদন : ফের বিপত্তি। মোষের পাল ও গরুর পর এবার ধাক্কা ষাঁড়ে। এই নিয়ে গত একমাসে তিনবার দুর্ঘটনার কবলে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহু সাধের বন্দে ভারত এক্সপ্রেস (vande bharat express)। প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে৷ শনিবার সকালে ষাঁড়ের সঙ্গে ধাক্কায় ভেঙে যায় বন্দে ভারতের সামনের অংশ। প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় দেশের অন্যতম দ্রুতগতির ট্রেনটিকে। শেষ পর্যন্ত কোনওরকমে জোড়াতাপ্পি দিয়ে ঝুঁকি নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা হয় বন্দে ভারত এক্সপ্রেস। একমাসের মধ্যে তিনবার এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন রেল আধিকারিকরা। অনেকেই মনে করছেন, চমক দিতে গিয়ে মোদি কোনওরকম পরিকল্পনা ছাড়াই এই প্রকল্প চালু করেছেন। সেই কারণেই বারবার এই দ্রুতগতির ট্রেনের ট্র্যাকে ঢুকে পড়ছে গবাদি পশুর দল। রেল পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মুম্বই থেকে গুজরাতের গান্ধীনগর যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস (vande bharat express)। সকাল ৮ টা ১৭ মিনিট নাগাদ গুজরাতের অতুল স্টেশনের কাছে আচমকাই চলন্ত গাড়ির সামনে চলে আসে কয়েকটি ষাঁড়। ট্রেনের চালক জরুরি ব্রেক কষলেও কোনও লাভ হয়নি। গাড়ির সামনের অংশে ষাঁড়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। শেষপর্যন্ত কোনওরকমে জোড়াতাপ্পি দিয়ে ফের গান্ধীনগরের উদ্দেশে রওনা হয় ট্রেনটি। গত ৬ অক্টোবর মোষের পালের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। ট্রেনের ধাক্কায় মারা পড়ে চারটি মোষ। সংঘর্ষে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরের দিন ৭ অক্টোবর ধাক্কা গরুতে৷
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়া এখন জঙ্গিদের গুরুত্বপূর্ণ হাতিয়ার, উদ্বেগ জয়শঙ্করের