বর্ধমান ঢুকে নড়ল না বন্দে ভারত এক্সপ্রেস

প্রসঙ্গত, শনিবার রাত ১০টা ১০ মিনিটের লোকাল ট্রেন মেইন লাইন দিয়ে যেটির আসার কথা সেটিও কিছুটা এসে কারশেডের কাছে দাঁড়িয়ে যায়

Must read

আজ, রবিবার সকালে হাওড়া-বর্ধমান (Howrah Burdwan) মেন লাইনে সিগনালিং পয়েন্টে সমস্যার জন্য আটকে রইল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। কমপক্ষে ৩৫ মিনিটের বেশি ট্রেনটি আটকে থাকে। বর্ধমান স্টেশনে সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ সিগন্যালে সমস্যা দেখা যায়। বেশ কিছু লোকাল ট্রেন দেরিতে চলছে এই কারণেই। আজ সকাল ৫টা ৫৫ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশে ছাড়ে। কিন্তু, বর্ধমান পৌঁছে অনেকক্ষন দাঁড়িয়ে যায় ট্রেনটি। ৬টা ৫১ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে ট্রেনটি। সিগন্যালিংয়ের সমস্যা মিটিয়ে তবেই ট্রেন চালু হয়।

আরও পড়ুন-জি২০-র পতাকা নিয়ে মহাশূন্যে যুবক

প্রসঙ্গত, শনিবার রাত ১০টা ১০ মিনিটের লোকাল ট্রেন মেইন লাইন দিয়ে যেটির আসার কথা সেটিও কিছুটা এসে কারশেডের কাছে দাঁড়িয়ে যায়। সিগন্যালিংয়ের কিছু সমস্যার জন্যই এমনটা হয়। মধ্যরাত পর্যন্ত সারাইয়ের কাজ করা হয়। সকাল থেকে অবস্থা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। জানা গিয়েছে, সকালের দিকে প্রায় ঘন্টাখানেক বেশ কয়েকটি ট্রেন লেট ছিল।

Latest article