আবারও দুর্ঘটনায় পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হল একটি গরুর। মহারাষ্ট্রের দাহনু এলাকায় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে গুজরাতের গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে। তবে এই ঘটনার জেরে কেউ হতাহত হননি। ট্রেনেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় গান্ধীনগর থেকে মুম্বই যাচ্ছিল বন্দে ভারত। পশ্চিম রেলের উমরগাম-ঘোলবাদ সেকশনে মহারাষ্ট্র সীমানায় দাহনু স্টেশনের কাছে হঠাৎই লাইনের উপর একটি গরু চলে আসে। সজোরে ধাক্কা লাগে ট্রেনের সঙ্গে।
আরও পড়ুন-কৃষিভিত্তিক শিল্পে ২৩০০ কোটি বিনিয়োগ
পশ্চিম রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনায় যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনেরও কোনও সমস্যা হয়নি। তবে ট্রেনটিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়তে হয়। জানা গিয়েছে, সেমি হাইস্পিড বন্দে ভারত চালানোর জন্য ওই এলাকায় পশ্চিম রেলওয়ের তরফে মুম্বই থেকে গান্ধীনগর পর্যন্ত লোহার বেড়া দিয়ে লাইনের দুই দিক ঘেরার কাজ চলছে। গরু বা অন্য কিছু যাতে আচমকাই লাইনের উপর চলে আসতে না পারে তার জন্যই চলছে বেড়া দেওয়ার কাজ। কিন্তু ওই এলাকায় ৩৭৮ মিটার এলাকায় এখনও বেড়া দেওয়া শেষ হয়নি। ফলে ওই জায়গাটি অরক্ষিত ছিল। তার ফলেই গরুটি লাইনের উপর চলে আসে।